কম্পিউটার ল্যাব

বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। আর এর অন্যতম হাতিয়ার হচ্ছে কম্পিউটার তথা আইসিটি শিক্ষা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি বিষয়টি আবশ্যিক হওয়ার পরই কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ নিজস্ব অর্থায়নে সুবিশাল কক্ষে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করে। ল্যাবটিতে ৪০টি কম্পিউটার, ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও একটি লেজার প্রিন্টার রয়েছে। কম্পিউটার ল্যাবে মূলত: ছাত্র-ছাত্রীদেরকে রুটিন অনুযায়ী কম্পিউটারের Hardware, Software Installation, Word Processing, Webpage, Database এবং C প্রোগ্রামিং সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়।